Wellcome to National Portal
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০২১

যশোর হাউজিং এস্টেটে এনএইচএ বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

  • জমির পরিমাণ: ১.২৮ একর
  • বাণিজ্যিক ভবন: ১ টি
  • দোকান সংখ্যা ৫১২ টি (১ম তলায় = ৮৪টি, ২য় তলায় = ৯৩টি, ৩য় তলায় = ১১১টি, ৪র্থ তলায় = ১১২টি এবং ৫ম তলায় = ১১২টি)।
  • দোকানের আয়তন: ১২০ বর্গফুট থেকে ৬০০ বর্গফুট

 

বাস্তবায়ন অগ্রগতি:

দোকান বরাদ্দ পাওয়ার জন্য প্রায় ৪৯৩ টি আবেদন জমা পড়েছে।

আংশিক স্ট্রাকচারাল নকশা গণপূর্ত অধিদপ্তর হতে ভেটিং করানো হয়েছে এবং অবশিষ্ট অংশ  ভেটিং এর জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ভেটিংকৃত নকশানুযায়ী ম্যাট, বেইজমেন্ট কলাম, রিটেইনিং ওয়াল এবং বেজমেন্ট লিফট ওয়াল সম্পন্ন হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান লকডাউনকালীন কাজ বন্ধ রাখার পর, উল্লেখযোগ্য ভাবে কাজ শুরু না করায় তাগাদা পত্র দেওয়া হয়েছে।

প্রকল্পের ছবিঃ