Wellcome to National Portal
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২১

ঢাকার মিরপুর-১৬ নং সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের নিকট বিক্রয়ের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। (গৃহসূচনা ধামালকোর্ট)

জমির পরিমাণঃ ৭.২৫ একর
ভবন সংখ্যাঃ ৮টি
ফ্ল্যাট সংখ্যাঃ ১৫৩৫বঃফুঃ ৪১৬টি, ১৩৩৮বঃফুঃ ৪১৬টি,

বাস্তবায়ন অগ্রগতি:(আগস্ট ২০২১)

০১ নং ভবন:  নীচ তলার ছাদ ঢালাই এর প্রস্তুতি চলমান।   

০২ নং ভবন:  নীচ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।

০৩ নং ভবন: নীচ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।

০৪ নং ভবন: মাটি কাটা ও পাইল হেড ব্রেকিং এর কাজ সম্পন্ন। সিসি ঢালাই ও মেমব্রেন লাগানোর কাজ সম্পন্ন।

০৫ নং ভবন: ৩য় তলার ছাদ ঢালাই এর প্রস্তুতি চলছে। 

০৬ নং ভবন:  বেইজমেন্ট ছাদের ঢালাই এর প্রস্তুতি চলছে।

০৭ নং ভবন ও ০৮ নং ভবন: নতুনভাবে ভবন নং ০৭ ও ০৮ এর স্থান নির্ধারন পূর্বক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখলে নেওয়া হয়েছে। মামলার কারণে কাজ বন্ধ রয়েছে।